Thursday, April 18, 2024
Homeখবরবর্ধমানে একদিনে করোনায় আক্রান্ত ৪২৫ জন

বর্ধমানে একদিনে করোনায় আক্রান্ত ৪২৫ জন

আমার বাংলা ওয়েব, বর্ধমান, ২৬ এপ্রিল :
সারা রাজ্যের সঙ্গে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।  গত তিনদিনে জেলায় এক হাজারের বেশি  মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘন্টায়  আক্রান্ত হয়েছেন ৪২৫ জন। এখনো পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৫৮৪ জন। এদের মধ্যে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৬৬৬  জন। ১২৭২৭ জন সুস্থ হয়ে গেছেন। জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্ত হয়ে ১৯১ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্ত ৪২৫ জনের মধ্যে আউশগ্রাম ১ ব্লকে ৩ জন, আউশগ্রাম ২ ব্লকে ২ জন, বর্ধমান পুরসভা এলাকায় ১৬০ জন, ভাতার ব্লকে ২০ জন, বর্ধমান ১ ব্লকে ৩৮ জন, বর্ধমান ২ ব্লকে ১৬ জন, গলসি ১ ব্লকে ১১ জন, গলসি ২ ব্লকে ৩ জন, জামালপুর ব্লকে ১২ জন, কালনা পুরসভা এলাকায় ১৯ জন, কালনা ১ ব্লকে ৭ জন, কালনা ২ ব্লকে ১৪ জন, কাটোয়া পুরসভা এলাকায় ২ জন,  কাটোয়া ২ ব্লকে ১ জন, কেতুগ্রাম ১ ব্লকে ৭ জন, কেতুগ্রাম ২ ব্লকে ১০ জন, খন্ডঘোষ ব্লকে ১৪ জন, মন্তেশ্বর ব্লকে ৫ জন, মেমারি  পুরসভা এলাকায় ৬ জন, মেমারি ১ ব্লকে ১০ জন, মেমারি ২ ব্লকে ৭ জন, মঙ্গলকোট ব্লকে ৫ জন, পূর্বস্থলী ১ ব্লকে ১৭ জন, পূর্বস্থলী ২ ব্লকে ৭ জন, রায়না ২ ব্লকে ১ জন ও অন্য জেলা থেকে বর্ধমানে এসে ২৬জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ২০ জনের দেহে উপসর্গ মিলেছে বাকি ৪০৫ জন উপসর্গহীন। কোরোনা রোগীর সংস্পর্শে এসে কেউ  আক্রান্ত হয়নি। ৪২৫ জনের ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায়নি। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে জেলায় সুস্থতার হার ৭৬.৭৪শতাংশ, মৃত্যুর হার ১.১৫শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

RELATED ARTICLES

সাম্প্রতিক খবর

মন্তব্য