Saturday, April 20, 2024
Homeখবরবিজেপির 'খুড়তুতো ভাই', কটাক্ষ মমতার

বিজেপির ‘খুড়তুতো ভাই’, কটাক্ষ মমতার

আমার বাংলা ওয়েব, ২৬ মার্চ

কমিশনকে (election commission) বিজেপির ‘খুড়তুতো ভাই’ বলে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। প্রথম দফার নির্বাচনের (West Bengal Assembly Election 2021) দুদিন আগে এক জেলাশাসক সহ চার পুলিশ কর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন। এর পরেই তোপ দেগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ‘নির্বাচন কমিশন বিজেপি(BJP) কমিশনে পরিণত হয়েছে। কমিশন বিমাতাসুলভ আচরণ করছে।’ প্রথম দফা নির্বাচনের দুই দিন আগে এক জেলাশাসক সহ চার পুলিশ কর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

যেখানে ঝাড়গ্রামের জেলাশাসক, এডিজি পশ্চিমাঞ্চল, কোচবিহারে পুলিশ সুপার, ডায়মন্ড হারবারে পুলিশ সুপার ও ডিসি সাউথকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এর পরেই পশ্চিম মেদিনীপুরের দাঁতনের জনসভা থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে বিজেপির খুড়তুতো ভাই বলে কটাক্ষ করেন তিনি। তিনি বলেন নির্বাচন কমিশন বিজেপি কমিশনে পরিণত হয়েছে। কিন্তু এইভাবে ডিএম, এস পি বদলে কোন লাভ হবে না। যারা আসছে তারাও আমাদের লোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

RELATED ARTICLES

সাম্প্রতিক খবর

মন্তব্য