Saturday, April 20, 2024
Homeক্রাইমবর্ধমান শহরে ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্রের কোপ মেরে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায়...

বর্ধমান শহরে ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্রের কোপ মেরে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার তিন

আমার বাংলা ওয়েব, বর্ধমান, ২৪ মে: 
বর্ধমান শহরে এক ব্যবসায়ীকে (businessman) ধারালো অস্ত্রের কোপ মেরে লক্ষাধিক  টাকা ছিনতাই করেছিল দুষ্কৃতীরা।ফলে সেই ঘটনার জেরে আতংক ছড়ায়।

ওই  ঘটনায় তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করলো বর্ধমান থানার পুলিশ।ধৃতদের মধ্যে সেখ আজাদের বাড়ি বিসি রোডের (BC road) কাঁটাপুকুর এলাকায়। বাকি শেখ মিরাজ ও সেখ সাবিরের বাড়ির রায়নার মূলকাঠি এলাকায়। সোমবার ধৃতদের জেলা আদালতে তোলা হয় এবং  এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ (police)।

পাশাপাশি এই দলের সঙ্গে ভিন জেলার যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তারা।

বর্ধমান শহরে ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্রের কোপ মেরে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার তিন

বর্ধমান শহরে ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্রের কোপ মেরে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার তিন

আরও পড়ুন : কেন্দ্রীয় বাহিনী বিজেপি না করলে স্যালুট করবো বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

শহরের রাজগঞ্জ এলাকার বাসিন্দা  লিটন মজুমদার।  ওই ব্যক্তির বর্ধমান (Bardhaman) শহরের কল্যানী মার্কেটে পাইকারি ওষুধের দোকান আছে।

৩০ এপ্রিল রাতে তিনি দোকান বন্ধ করে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। তার বাড়ি ঢোকার রাস্তার মুখে তিন দুষ্কৃতী  তাকে ঘিরে ধরে এবং তার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন।হঠাৎ  তার পেটে ধারালো অস্ত্রের কোপ মেরে ব্যাগ কেড়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।ফলে ওই ব্যবসায়ী  গুরুতর আহত হন।মাটিতে পড়ে তিনি কাতরাতে থাকেন। তার চিৎকারে আশেপাশের মানুষজন ছুটে আসেন। আহত অবস্থায় তাকে  বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। ফলে ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়ায়।  খবর পেয়ে ঘটনাস্থলে যায়  পুলিশ।এরপরেই তদন্তে নামে পুলিশ।

সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ শেখ আজাদ, শেখ মিরাজ ও শেখ সাবিরকে গ্রেফতার করে।

আরও পড়ুন: বর্ষায় বর্ষাতি পেঁয়াজের চাষ লাভজনক : প্রথম পর্ব

পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় বলেন, ওষুধ ব্যবসায়ীকে অস্ত্রের কোপ মেরে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সেই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের এদিন আদালতে তুলে পুলিশ হেপাজতে নেওয়া হয়। গতকাল রাতে কল্যানী মার্কেটের পিছনে কাঁটাপুকুর এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সঙ্গে কোন চক্র যুক্ত আছে কিনা  পাশাপাশি আর কারা কারা যুক্ত আছে সবকিছু খতিয়ে দেখতে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

RELATED ARTICLES

সাম্প্রতিক খবর

মন্তব্য