আমার বাংলা ওয়েব ডেক্স, ১৪ মে :
অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াতে পালন করা হয় ।
বৈদিক নীতি অনুসারে এই তিথিতে কোন শুভ কাজ শুরু করলে তা দীর্ঘদিন ধরে অক্ষয় থাকে। অক্ষয় কথার অর্থ যার কোন ক্ষয় নেই। এই বিশেষ দিন থেকে কোন কাজ শুরু করলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
এদিন অনেক ব্যবসায়ী হালখাতা করে থাকেন।
অক্ষয় তৃতীয়া বাঙালির কাছে কেন তাৎপর্যপূর্ণ
বর্ষায় বর্ষাতি পেঁয়াজের চাষ লাভজনক : প্রথম পর্ব
বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। আজকের দিনে বেদব্যাস গণেশ এর সাহায্যে মহাভারত রচনা করতে শুরু করেছিলেন এমনটাই মনে করা হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী মা লক্ষ্মীর কাছে বর চেয়ে কুবের তপস্যা শুরু করেছিলেন। কুবেবের তপস্যায় মুগ্ধ হয়ে আজকের দিনেই মা লক্ষ্মী তাঁকে প্রচুর ধন-সম্পদ উপহার দিয়েছিলেন। এই দিন থেকেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল তেমনটাই মনে করা হয়।
আরো খবর – করোনা চলে যাক, মঙ্গল কামনায় পুজো সর্বমঙ্গলা মন্দিরে