Thursday, March 28, 2024
HomeখেলাSouth Africa beat Pakistan : পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দক্ষিণ আফ্রিকার

South Africa beat Pakistan : পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দক্ষিণ আফ্রিকার

আমার বাংলা ওয়েব, ৪ এপ্রিল :

দক্ষিণ আফ্রিকা : ৩৪১/৬ (৫০)

পাকিস্তান : ৩২৪/৯ (৫০)

রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ১৭ রানে হারিয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ জিতলো দক্ষিণ আফ্রিকা। রবিবার জোহানেসবার্গে ওয়ান্ডারার্স স্টেডিয়ামে খেলতে নেমে পাকিস্তান টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। দক্ষিণ আফ্রিকার ওপেনার ডি নক ও মার্কাম জুটি প্রথমটা ভালোই শুরু করেন। মার্কাম ৩৯ রানে আউট হলে ডি নকের সঙ্গে জুটি বাঁধে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভূমা। দ্বিতীয় উইকেটে ১৬৯ রানের পার্টনারশিপ গড়েন তারা। ডি নক ৮০ ও বাভূমা ৯২ রানে আউট হন। অধিনায়ক বাভূমা অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন।এরপর ভান ডার দাসন ৩৭ বলে ঝোড়ো ৬০ রানের ইনিংস খেলেন। তাকে সঙ্গ দেন মিলার (২৭ বলে অপরাজিত ৫০ রান)। নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তানের সামনে ৩৪২ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বোলারদের মধ্যে এদিন সফলতম বোলার হ্যারিস রউফ (১০-০-৫৪-৩)। সাহিন আফ্রিদি, মহম্মদ হাসান ও ফাইম আসরাফ একটা করে উইকেট পায়।

৩৪২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার ইমাম উল হকের (৫ রান) উইকেট হারায়। অধিনায়ক বাবর আজমও এদিন কার্যত ব্যর্থ হন (৩১)। পাকিস্তানের ৭০ রানে ২ উইকেট পড়ে যায়। এরপরেই ৭১/৩, ৮৫/৪ পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। ওপেনার ফাকহার জামান একা পাকিস্তানকে টেনে নিয়ে যায়। দলের রান যখন ৩১২ রান। ম্যাচ জিততে পাকিস্তানের দরকার ৩০ রান। ফাকহার জামান রান আউট হয়ে যায়। ততক্ষণে স্কোরবোর্ডে ফাকহার জামানের পাশে ১৫৫ বলে ১৯৩ রান ঝকঝক করছে। তার ইনিংসে ছিল ১০ টা ছয় ও ১৮ টি চার। ৫০ ওভারে পাকিস্তানের ইনিংস ৩২৪ রানে শেষ হয়ে যায়। দক্ষিণ আফ্রিকা ১৭ রানে জিতে যায়। ম্যাচের সেরা খেলোয়াড় হন পাকিস্তানের ফাকহার জামান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

RELATED ARTICLES

সাম্প্রতিক খবর

মন্তব্য