Friday, November 8, 2024
Homeরাজ্যহাওড়া রাধিকাপুর এক্সপ্রেস লাইনচ্যুত

হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস লাইনচ্যুত

আমার বাংলা ওয়েব,বর্ধমান,৫ জুলাই: বর্ধমান (Bardhaman) স্টেশনে লাইনচ্যুত হল হাওড়া রাধিকাপুর(Howrah-Radhikapur) স্পেশাল এক্সপ্রেস।ঘটনাটি ঘটে সোমবার বেলা পৌনে এগারোটা নাগাদ। সেইসময় বর্ধমান স্টেশনের ৪ নং প্ল্যাটফর্মে ট্রেনটি ঢুকছিল। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি এমনটাই জানাচ্ছে রেল দফতর।

হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস লাইনচ্যুত

train derails at burdwan in west bengal
হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস 

 

রেল সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮.৩৫ নাগাদ হাওড়া স্টেশন থেকে ছাড়ে ০৩০৫৩ আপ হাওড়া রাধিকাপুর কুলিক স্পেশাল এক্সপ্রেস ট্রেনটি।

বর্ধমানে স্টেশনে ৪ নং প্ল্যাটফর্মে ট্রেনটি আসার কথা।

প্ল্যাটফর্মে ঢোকার মুখে ইঞ্জিন সংলগ্ন প্রথম কামরাটি লাইনচ্যুত হয়। ওই কামরাটি গার্ড ও মালপত্র রাখার জন্য সংরক্ষিত ছিল।

আরও পড়ুন :  বর্ধমানে বাঁধের ধারে যুবতীর আধপোড়া দেহ, চাঞ্চল্য 
রেল সূত্রে খবর, ওই কামরার চারটি চাকা লাইনচ্যুত হয়। ফলে প্রচন্ড ঝাঁকুনি দিয়ে ট্রেনটি থেমে যায়। হঠাৎ ট্রেন থামায় যাত্রীরা একে অন্যের ঘাড়ে হুমড়ি খেয়ে পড়ে। ফলে মাথায় মুখে অনেকেরই অল্পবিস্তর ঠোকা লাগে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রেলের আধিকারিকেরা। ওই কামরাটিকে বিচ্ছিন্ন করে ট্রেনটিকে গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করে রেলের ইঞ্জিনিয়াররা।

ঘন্টাখানেক ধরে ট্রেন চলাচল ব্যাহত হয়। চার নম্বর প্ল্যাটফর্ম বাদ দিয়ে অন্যান্য লাইন দিয়ে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

train derails at burdwan in west bengal
ঘটনাস্থলে রেলের আধিকারিকেরা

যাত্রীরা বলেন, হাওড়া থেকে ট্রেনে চেপেছি। প্রথম স্টপেজ ছিল বর্ধমান। স্টেশনে ঢোকার মুখে প্রচন্ড ঝাঁকুনি দিয়ে ট্রেন থামে। তখন বুঝতে পারি কিছু একটা দুর্ঘটনা ঘটেছে।

যাত্রীদের মতে এদিন যদি ট্রেনের গতি বেশি থাকতো তাহলে বড়সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারতো।

আরও পড়ুন: বর্ষায় বর্ষাতি পেঁয়াজের চাষ লাভজনক : প্রথম পর্ব

বর্ধমান স্টেশনের স্টেশন মাস্টার স্বপন (Swapan Adhikary) অধিকারী বলেন, আপ হাওড়া রাধিকাপুর স্পেশাল এক্সপ্রেস ট্রেনটি  ছাড়ে।

এদিন বর্ধমানে ঢোকার মুখে প্রথম বগিটি লাইনচ্যুত হয়।তবে ঘটনায় কেউ হতাহত হয়নি।

ওই বগি সরিয়ে দিয়ে ট্রেনটিকে গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এমনটাই জানিয়েছে রেল দফতর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

RELATED ARTICLES

সাম্প্রতিক খবর

মন্তব্য