আমার বাংলা ওয়েব,১১ মে, কলকাতা :
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ জেলায় ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। তিন জেলায় বাজ পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
টানা দু ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। শহরের বিভিন্ন জায়গায় জল জমে যায়। রাজভবনের উত্তর দিকের গেটে জল দাঁড়িয়ে যায়।
মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। দুপুর থেকেই রাজ্যের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগণা, মালদা, মুর্শিদাবাদ,হাওড়া সহ বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে বেশ কিছু জেলায় বজ্রপাতের ঘটনা ঘটে।
পূর্ব বর্ধমান জেলায় বাজ পড়ে দুজনের মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদে বাজ পড়ে মারা গেছেন এক যুবক, হাওড়া জেলাতেও বাজ পড়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল থেকে যেভাবে গরম বাড়ছিল দুপুরের পর থেকে টানা বৃষ্টির জেরে স্বস্তি পেয়েছেন মানুষজন।