Sunday, September 15, 2024
Homeবিধানসভা নির্বাচন ২০২১কেন্দ্রীয় বাহিনী বিজেপি না করলে স্যালুট করবো বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রীয় বাহিনী বিজেপি না করলে স্যালুট করবো বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আমার বাংলা ওয়েব,  জামালপুর,৯ এপ্রিল :

কেন্দ্রীয় বাহিনীকে আমরা স্যালুট করি। কিন্তু কেন্দ্রীয় বাহিনী যতক্ষণ বিজেপি করবে ততক্ষণ আমি বলে যাবো। তারা বিজেপি না করলে তাদের আমি স্যালুট করবো। পূর্ব বর্ধমানের জামালপুর নির্বাচনী জনসভা থেকে এই ভাবেই কেন্দ্র বাহিনীকে একহাত নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার জামালপুর, মেমারি ও গাংপুর এলাকায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন প্রথম থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে একের পর এক থাকেন তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। তার মতে বিজেপি আজ গায়ের জোরে অশান্তি করছে। তাদের মদত দিচ্ছে বেশকিছু তাঁবেদার। তিনি বলেন,’ তোরা যখন এমনিই জিতবি তাহলে তাহলে তৃণমূলের প্রার্থীকে মারছিস কেন? ‘ মাথাভাঙাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বীরেন্দ্রনাথ বর্মনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সুজাতা খাঁকে মারধর করা হয়েছে। নন্দীগ্রামের তাদের কর্মী মারা গেছে। তাকে বিজেপি মেরেছে। অথচ যে তাকে মেরেছে তাকে পুলিশ গ্রেফতার করেনি। আমাদের একটাও কথা শুনছে না। বিজেপি যা বলছে তাই শুনছে। যেন মনে হচ্ছে বাংলায় ৩৫৬ ধারা জারি করে দিয়েছে। এরপরেও কিন্তু বিজেপি জিতবে না বলে চ্যালেঞ্জ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে একহাত দিয়ে তিনি বলেন প্রধানমন্ত্রী উল্টোপাল্টা কথা বললে তাকে কিছু বলা হয় না। তিনি ইলেকশনের দিন প্রচার পর্ব করেন, তাদের দেখে আমরাও করছি সেটা। অমিত শাহ রোজ যা তা বলে যায় নির্বাচন বিধি ভাঙ্গা হয় না। আর মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের কাছে বক্তৃতা দিলে কোড ভায়োলেট হয়। এরপরই তিনি বলেন, আমি জনগণের সঙ্গে ছিলাম, আছি, থাকব। কি ভাবেন কি আপনারা আমায়। আপনারা তিনটে লোক মিলে যা ইচ্ছে তাই করবেন। আমি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ততক্ষনই বলবো যতক্ষন তারা বিজেপি করবে। আর বিজেপি না করলে আমি তাদের স্যালুট করবো। মনে রাখবেন দেশের জওয়ানদের আমি সম্মান করি কিন্তু এরা অমিত শাহের নির্দেশে চলছে। তাই আমি বলে যাবো’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

RELATED ARTICLES

সাম্প্রতিক খবর

মন্তব্য