আমার বাংলা ওয়েব , বর্ধমান, ৯ এপ্রিল :
ঢল নামলো বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রোড শোয়ে। শুক্রবার বিকালে বর্ধমানের বিজয়রাম থেকে বাজেপ্রতাপপুর পর্যন্ত রোড শোতে অংশ নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সঙ্গে ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী রাধাকান্ত রায় ও দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী সন্দীপ নন্দী।
জেপি নাড্ডা গাড়ি থেকে জনগণের উদ্দেশ্যে বলেন,মানুষের প্রবল হাততালি প্রমাণ করছে তাদের মানুষ আশীর্বাদ করছেন। এই বিধানসভা নির্বাচন শুধুমাত্র সন্দীপ নন্দী ও রাধাকান্ত রায়কে জেতানোর নির্বাচন নয়। বাংলায় আসল পরিবর্তন আসতে চলেছে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলাবাজি তুষ্টিকরনের জবাব দেওয়ার ভোট এই নির্বাচন। যেভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, প্রশাসনের দুর্নীতি সব কিছুর বিরুদ্ধে বাংলার মানুষ রুখে দাঁড়িয়েছে সেই জন্য বাংলার মানুষকে ধন্যবাদ জানাই। দিদি ও ভাইপোর সরকারকে জনগণ বিদায় নমস্কার জানিয়ে দিয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি বাংলার মেয়ে,আমি এখানকার দিদি তাহলে গত দশ বছরে মহিলা পাচার এত বেড়েছে কেন, এই রাজ্যে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে কেন এই বাংলা কি আপনারা দেখতে চান প্রশ্ন তোলেন তিনি। যদি এই বাংলা দেখতে না চান তো বাংলায় পদ্মফুল ফোটাতে হবে এবং ২০০ বেশি আসনে পৌঁছে দিতে হবে জনগণকে। পরিষ্কার বাংলায় তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, চাল চোর কে? ত্রিপল চোর কে? বিজেপি সমর্থকরা উত্তর দেয় তৃণমূল। এরপর বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, আমি কিন্তু কিছু বলিনি, আপনারাই উত্তর দিয়ে দিয়েছেন। বাংলার জনতা এর উত্তর দিয়েছে। তাই এই সরকারকে সরিয়ে দিয়ে বিজেপির সরকারকে আনা উচিত। তিনি আশ্বাস দেন বর্ধমানে বিজেপি প্রার্থীদের জেতালে আমি আবার আপনাদের ধন্যবাদ জানানোর জন্য আসবো।