Thursday, March 27, 2025
Homeট্রেন চলাচল সম্পর্কেIndian Railways Train Ticket Booking Time Reduced : দূরপাল্লার ট্রেনে বেড়াতে যাওয়ার...

Indian Railways Train Ticket Booking Time Reduced : দূরপাল্লার ট্রেনে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন! আর চার মাস আগে কাটতে হবে না টিকিট! কী নতুন নিয়ম, কবে থেকে চালু জেনে নিন 

আমার বাংলা ডিজিটাল ব্যুরো : দিল্লি, আগ্রা, অমৃতসর, কাশ্মীর বা দূরে অন্য কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন। চিন্তা নেই এবার থেকে চার মাস আগে থেকে টিকিট কাটতে হবে না। দূরপাল্লার টিকিট কাটার ক্ষেত্রে রেল নতুন কিছু নিয়ম চালু করতে চলেছে। সেই নিয়ম অনুযায়ী ১২০ দিনের পরিবর্তে ৬০ দিন আগেই টিকিট বুকিং করা যাবে।

এবার থেকে আর কোথাও বেড়াতে যাওয়ার জন্য ট্রেনে টিকিট মাস চারেক আগে থেকে কেটে রাখতে হবে না। এবার ৬০ দিন আগেই দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং করা যাবে(Advance ticket booking)। আগামী ১ নভেম্বর থেকে এই নতুন নিয়ম চালু করছে রেল।

রেলের (Indian Railways) তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২০২৪ সালের ১ নভেম্বর থেকে ট্রেনে অগ্রিম টিকিট বুকিং এর সময়সীমা ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হবে। তবে ৩১ অক্টোবর পর্যন্ত যে সমস্ত টিকিট বুকিং করা হয়েছে সেই সমস্ত বুকিং অক্ষুণ্ণ থাকবে। ১ নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে।

তবে চলতি অক্টোবর মাসের ৩১ তারিখ পর্যন্ত যারা টিকিট বুকিং করবেন তারা পুরোনো নিয়মের আওতায় পড়বেন। অন্যদিকে বিদেশিদের জন্য নিয়মের কোন পরিবর্তন হচ্ছে না। তাদের ৩৬৫ দিন আগে থেকেই টিকিট বুকিং করতে হবে। তবে গোমতী এক্সপ্রেস কিংবা তাজ এক্সপ্রেসের মতো ছোট রূটের ট্রেনের ক্ষেত্রে নিয়মের বদল হচ্ছে না। কারণ ছোট রুটের ট্রেনগুলি একদিনের মধ্যেই গন্তব্যে পৌঁছে যায়।

পুজোর ছুটিতে অনেকেই এই অক্টোবর মাসে বেড়াতে গেছেন। আবার কেউ কেউ যাবেন। তাহলে যেহেতু অক্টোবর মাসে বেড়াতে যাওয়া তাহলে তাদের টিকিট কাটতে হয়েছে চার মাস আগে। অর্থাৎ ১২০ দিন আগে। সেক্ষেত্রে তাদের জুন মাসে টিকিট কেটে নিতে হয়েছে। বিষয়টি আরো ভেঙে বললে বোঝা যাবে। ধরা যাক কেউ চলতি অক্টোবর মাসের ২৫ তারিখে দিল্লি বেড়াতে যাবেন সেক্ষেত্রে ২৪ জুন থেকে ট্রেনে টিকিট কাটার প্রক্রিয়া শুরু কর‍তে হয়েছিল৷ রেলের নতুন নিয়ম অনুযায়ী এবার ৬০ দিন আগেই সেই টিকিট কাটা যাবে।

রেল সূত্রে জানা গেছে, যাতে সাধারণ মানুষ সবাই টিকিট পেতে পারেন, টিকিট বুকিং করা যাতে সহজ হয় সেই কথা মাথায় রেখেই রেল এই পরিকল্পনা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

RELATED ARTICLES

সাম্প্রতিক খবর

মন্তব্য