আমার বাংলা ডিজিটাল ব্যুরো : লক্ষ্মীপুজোর তিথি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীপুজো করা হয়। চলতি ২০২৪ সালে কোজাগরী পূর্ণিমা পড়ছে ১৬ অক্টোবর রাত ৮ টা ৪১ মিনিটে ও পূর্ণিমা ছাড়ছে ১৭ অক্টোবর বিকেল ৪ টে ৫৬ মিনিটে।
দশমীতে দেবী দুর্গার বিসর্জনের পরেই শুরু হয় লক্ষ্মী পুজোর তোড়জোড়। পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম ও উড়িষ্যাতেও কোজাগরী লক্ষ্মীপুজো ধূমধাম করে পালন করা হয়। ওই দিন বাঙালির ঘরে ঘরে চলে দেবীর আরাধনা। নিয়ম মেনে করা হয় রাত জাগরণ। কোজাগরী শব্দের মধ্যেই লুকিয়ে আছে তার অন্তর্নিহিত অর্থ। কোজাগরী শব্দের উৎপত্তি হয়েছে ‘ কো জাগতি ‘ থেকে। যার অর্থ হচ্ছে ‘কে জেগে আছো।’ দেবী লক্ষ্মী সম্পদ, সৌভাগ্য, সৌন্দর্যের দেবী। এই শুভ দিনে দেবী লক্ষ্মী এবং চন্দ্র দেবতার পুজো করা হয়। ফলে এই দিনে ক্ষীর বা পায়েস রান্না করার পরে সারারাত চাঁদের আলোতে রেখে দিতে হয়। পরে সেই পায়েস প্রসাদ হিসেবে গ্রহণ করা হয় । এটাকে শুভ হিসেবে ধরা হয়।
আগামীকাল ১৬ অক্টোবর বুধবার শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপুজো।
পূর্ণিমা তিথি কখন আরম্ভ: বিশুদ্ধ পঞ্জিকা মত অনুসারে ২০২৪ সালে অক্টোবর মাসে পূর্ণিমা ১৬ অক্টোবর,বুধবার । বাংলা তারিখ হিসেবে ধরলে ৩০ আশ্বিন, বুধবার। বুধবার রাত ৮ টা ৪১ মিনিট গতে শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপুজো। পরের দিন বৃহস্পতিবার ১৭ অক্টোবর বিকেল ৪ টে ৫৬ মিনিটে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে। বাংলা তারিখ হিসেবে ধরলে ৩১ আশ্বিন, বৃহস্পতিবার।
অন্যদিকে গুপ্তপ্রেস পঞ্জিকা মত অনুসারে কোজাগরী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ১৬ অক্টোবর বুধবার রাত ৭ টা ৪২ মিনিট ৩৭ সেকেন্ডে। বাংলার তারিখ হিসেবে ধরলে ২৯ আশ্বিন বুধবার। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ১৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধে ৫ টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ডে।
ফলে যারা রাতে পুজো করতে চান তারা ১৬ অক্টোবর রাতে পুজো করতে পারবেন। কারণ রাত্রি জাগরণ করতে হলে সেই বুধবারের রাতকেই বেছে নিতে হবে। আবার পরের দিন ১৭ অক্টোবর বৃহস্পতিবার বেলার দিকেও কেউ পুজো করতে চাইলে করতে পারবেন।